সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পেজ চালাতে 'টাকা' দিতে হবে ফেসবুককে

পেজ চালাতে 'টাকা' দিতে হবে ফেসবুককে

তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন নির্ভর হচ্ছে সবকিছু। বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসার পরিকল্পনা সাঁজাচ্ছেন অনলাইনকে ঘিরে। বিনোদন ও গণমাধ্যমগুলোও ঝুঁকে পড়ছে অনলাইনে। আর এসব অনলাইন কর্মকাণ্ডের একটি বড় অংশ জুড়ে রয়েছে সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক। কেননা কোনো খরচ ছাড়া খুব দ্রুত অসংখ্য লোকের কাছে নিজেদের বার্তাটি এখানে পৌঁছে দেয়া যায়। তবে সে দিন শেষ হতে যাচ্ছে। এখন থেকে পাবলিক কোনো পোস্ট প্রচার করতে টাকা দিতে হবে ফেসবুককে।

ধরুন আপনার একটি ফেসবুক পেজ আছে। যার লাইক সংখ্যা দশ লক্ষাধিক। বর্তমান সময়ে আপনি একটি পোস্ট দিলে তা অনায়াসে পাঁচ লাখ লোকের কাছে পৌঁছায়। আর পোস্টগুলো অন্যদের নিউজফিডে সরাসরি দেখায়। কিন্তু হঠাত্ করে যদি দেখেন আপনার পোস্টটি হাজার পাঁচেক লোকের কাছে পৌঁছাচ্ছে। তখন কেমন লাগবে?

হ্যা, এমনটিই করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে পেজ খুলে যারা খবর বা তাদের কনটেন্ট গুলো ফ্রিতে লক্ষ কোটি ব্যবহারকারির কাছে প্রচার করতেন এবার তাতে লাগাম টানছে ফেসবুক। কোন পেজের কনটেন্ট গুলো প্রচারের জন্য টাকা দিতে হবে ফেসবুককে। এমন পরিকল্পনা নিয়েই ফেসবুকে নতুন বাটন 'এক্সপ্লোর ফিড' যুক্ত করেছে তারা।

তবে ফেসবুকের নিউজফিডের প্রধান অ্যাডাম মুসেরি সরাসরি একথা স্বীকার না করে গার্ডিয়ানকে বলেন, নিউজ ফিডে শুধুমাত্র ব্যবহারকারির ফ্রেন্ড এবং ফ্যামেলির পোস্ট গুলো দেখা যাবে। আর কোনো কিছু প্রচারের উদ্দেশ্যে দেয়া হলে তা এক্সপ্লোর ফিডে রাখা হবে।

তিনি বলেন, অনেক ব্যবহারকারি অভিযোগ করে বলেছেন যে পাবলিক পেজের কনটেন্টগুলোর কারণে তাদের ফ্রেন্ড এবং ফ্যামেলির দেয়া পোস্টগুলো সহজে দেখতে পারেননা। অনেক সময় সেগুলো অদেখা থেকে যায়। তাই ব্যক্তিগত পোস্ট  থাকবে নিউজ ফিডে এবং পাবলিক পোস্ট থাকবে এক্সপ্লোর ফিডি। এমন পরিকল্পনা নেয়া হয়েছে।

তাছাড়া আপাতত বিশ্বব্যাপী এটি চালু করার কোনো চিন্তা এখনো ফেসবুক করেনি বলে জানান মুসেরি।

মুসেরি পাবলিক পোস্ট প্রচারের জন্য টাকা নেয়ার কথাটি স্বীকার না করলেও বোদ্ধারা বলছেন টাকা নেয়ার পরিকল্পনা করেই এমন সিদ্ধান্ত হাতে নিয়েছে ফেসবুক। আর এমন খবরে যারপরনাই বিচলিত ফেসবুককে কেন্দ্র করে চলা ছোট বড় ব্যবসায়ীরা।

সম্প্রতি বিশ্বের ছয়টি দেশে এ পদ্ধতির পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। দেশ গুলো হলো- স্লোভাকিয়া, সার্বিয়া, কম্বোডিয়া, বলিভিয়া, গুয়াতেমালা ও শ্রীলঙ্কা।

এটি চালুর পর স্লোভাকিয়ার ফেসবুকের সর্বাধিক জনপ্রিয় ৬০ টি পেজের পোস্ট গুলো আগের চেয়ে দুই-তৃতীয়াংশরও কম লোকের কাছে পৌঁছাচ্ছে। আর এতে বেশ বিপদে পড়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গুয়াতেমালার 'সয়৫০২' সাইটের সাংবাদিক ডিনা ফার্ন্দান্দেজ গার্ডিয়ানকে বলেন, এই পরিবর্তন আমাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে। পেজে লোক কমা ছাড়াও কয়েকটি বড় সমস্যা তৈরি করেছে।

ফেসবুক তাদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা হিসেবে এটি যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর ফেসবুক নির্ভর ছোট বড় ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এখন থেকেই এর বিকল্প খোঁজার বিষয়ে মত দিয়েছেন তারা।

উল্লেখ্য, আগে থেকেই ফেসবুকে টাকা দিয়ে 'বুস্ট পোস্ট' করার পদ্ধতি থাকলেও কোনো পোস্ট প্রচারে স্বাভাবিক গতি হ্রাস পায়নি।

মন্তব্যসমূহ

love

Login করুন আর প্রতি দিন ৪-৭ ডলার আয় করুন

আর নয় এমবি অপচয়, এখন থেকে একটু ইন ্টারনেট ভিডিও দেখে বাসায় টাকা ইনকাম করুন ।নয় মিনিট ভিডিও দেখে 4-8 $USD Dollar যদি ইনকাম করুন জানি বন্ধুরা আমাকে বিশ্বাস করতে পারছেন না তাই ওয়েবস...

জেনে নিন আপনার আইডি কতটা সিম রিশিষ্টন আসে

আপনি জানেন আপনার আইডি কার্ড কতটা সিম কার্ড রেজিস্ট্রেশন আসে । না জানলে জেনে নিন এখন  ডায়ার করুন এখন কোন প্রকার টাকা ছাড়া *১৬০০১# ভালো লাগলে দয়া করে শেয়ার করে সবাইকে জা...

সবচেয়ে সুন্দর স্তনের মালিক সে

সবচেয়ে সুন্দর স্তনের মালকিন ইনি!‌ আজকাল  বিশ্বের সবচেয়ে সুন্দর স্তনের খেতাব আগেই জিতেছিলেন। চীনের সুন্দরী লিউ কুয়ানকাইন এবার চান ভিক্টোরিয়া সিক্রেটের মডেল হতে। তার ...